সেখানে ১৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সর্বকালের সেরা বেছে নিতে গিয়ে লারা বলেছেন, ‘বিভিন্ন যুগে এর উত্তর বিভিন্ন রকম। আমার পক্ষে একজনকে বেছে নেওয়া খুবই মুশকিলের কাজ।’ কিংবদন্তি ব্যাটার বলেন, ‘অতীতের দিন হলে অবশ্যই ডন ব্র্যাডম্যানের নাম নিতে হবে। স্যার গারফিল্ড সোবার্স, অসামান্য অলরাউন্ডার। স্যার ভিভিয়ান রিচার্ডস দুরন্ত ব্যাটসম্যান।’ যোগ করেন, ‘আমার সময়ে অলরাউন্ড দক্ষতা ছিল জ্যাক কালিসের। শচিন টেন্ডুলকার অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। তাই সেরার নাম বলতে গেলে এদের নাম নিতেই হবে।’