শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া কোম্যানের দল এগিয়ে যায় অষ্টম মিনিটে। বুসকেটসের পাসে জাল খুঁজে নেন মেসি। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ১২তম মিনিটে লংলের আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে একই ভুল করে গেটাফেও। ২৮তম মিনিটে চাকলার আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বার্সা। মেসি নিজের দ্বিতীয় গোলের দেখা পান ৩৩তম মিনিটে। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করে গেতাফে।
৬৯তম মিনিটে উনালের পেনাল্টি থেকে ব্যবধানও কমায় তারা। তবে ম্যাচের শেষদিকে ফের জ্বলে ওঠেন মেসি। এলএমটেনের পাসে বার্সার ব্যবধান ৪-২ করেন আরাউয়ো। হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু সেই সুযোগ না নিয়ে তিনি যোগ করা তৃতীয় মিনিটে পাওয়া পেনাল্টি নিতে দেন গ্রিজম্যানকে। সফল স্পট কিকে গেতাফের জালে শেষ বলটি জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। এই জয়ে সেভিয়াকে টপকে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়োগো সিমিওনের দল সিংহাসন দখলে রেখেছে হুয়েস্কোকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে।