সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই প্রথম জোনাল অফিস পরিদর্শনে আসেন, পাশাপাশি 10 কুলাই চাম্পা হওয়ার কেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় সব করবেন তিনি,, পাশাপাশি এদিন 10 কুলাই চাম্পা হওয়ার কেন্দ্রের ত্রিপ্রা মাথা দলের কর্মী-সমর্থকদের উদ্যোগে, শুক্রবার বিকেলে আমবাসা ব্লকের উপনগর টাউনহলে টি টি এ ডি সি এর ই, এম অনিমেষ দেববর্মাকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনিমেষ দেববর্মা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন, ত্রিপ্রা মাথা দলের নেতৃত্ব প্রেমলাল মলসম, কৃষ্ণকুমার দেববর্মা, সহ অন্যান্যরা। এ সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিপ্রা মাথা দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।