এমনকি হাসপাতালের কিছু স্বাস্থ্য কর্মীও মাস্ক ব্যবহার করছে না। এই পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগী ও স্বাস্থ্য কর্মীদের মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করার উদ্যোগ গ্রহণ করলো বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের কর্মী সমর্থকরা। এইদিন বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের কর্মী সমর্থকরা আইজিএম হাপাতালে গিয়ে হাসপাতালের স্বাস্থ্য কর্মী সহ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীদের মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করেন।
যাদের কাছে মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা। তিনি জানান করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের বিষয়ে সকলকে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানানা এখন থেকে প্রতিদিন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক হাসপাতালে থাকবে, তারা হাসপাতালে আসা স্বাস্থ্য কর্মী ও রোগীদের মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করবে। প্রয়োজনে যাদের কাছে মাস্ক থাকবে না, তাদেরকে মাস্ক প্রদান করা হবে।