এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বুধবার উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতাকে ১৮ রানে হারায় ধোনির চেন্নাই। কলকাতা ম্যাচের পর সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ বলেন, ‘ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা ধোনির পারিবারিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট সচেতন। ধোনি ও ধোনির পরিবারের জন্য সমর্থন থাকবে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা পরবর্তী কয়েকদিন এটি পর্যবেক্ষণ করব।’
করোনায় আক্রান্ত হয়ে বুধবারই হাসপাতালে ভর্তি হন ধোনির মা দেবিকা দেবি এবং বাবা পান সিং। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ফ্লেমিং আরো বলেন, ‘এটা সবার জন্য কঠিন সময় যাচ্ছে… তার (ধোনির) এখন যতটা সহায়তা দরকার আমাদের পক্ষে থেকে তা নিশ্চিত করাটা দায়িত্ব। আশাকরি দ্রুতই তার পরিবার সুস্থ হয়ে উঠবে।’