অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল।। করোনা মহামারির সংক্রমণ থেকে বাঁচতে মানুষের মধ্যে ভ্যাকসিনের জন্য হাহাকার তৈরি হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন বাজারে আসলেও চাহিদার তুলনায় জোগান সীমিত।
ফলে, কাদের টিকা এই প্রশ্নের চাইতে টিকা পাওয়াটাই মুখ্য হয়ে উঠেছে। কানাডার অবস্থাও এর ব্যতিক্রম নয়। নতুন দেশের প্রধান সম্পাদক কানাডা প্রবাসী সওগাত আলী সাগর জানান, মানুষের চাহিদা মতো ভ্যাকসিনের সরবরাহ দিতে পারছে না কানাডা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় ‘পপ আপ ক্লিনিক’ খুলে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বিভিন্ন স্থানে।
তিনি বলেন, অ্যাস্ট্রেজেনেকা নাকি ফাইজার, মডার্না নাকি জনসন অ্যান্ড জনসন- এসব প্রশ্ন এখন আর মোটেও গুরুত্বপূর্ণ নয়। মানুষ চায় ভ্যাকসিন। তিনি আরও বলেন, যেখানেই ‘পপ আপ ক্লিনিক’সেখানেই হুমড়ি খাওয়া মানুষের ঢল। মাইনাস তাপমাত্রার ঠান্ডা উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টার লাইন দাঁড়িয়ে থাকছে মানুষ।
নিজের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে আগের রাত থেকে এসে খোলা আকাশের নিচে লাইনে দাঁড়িয়ে থেকেছেন- এমন তথ্যও পাওয়া গেছে। তিনি মনে করেন, এখন আর ভ্যাকসিন হেসিট্যান্সি নেই, টিকা নিয়ে সংশয় নেই। টিকা পাওয়াটাই মুখ্য হয়ে উঠেছে মানুষের কাছে।