অর্থাৎ মাইলফলকে পৌঁছাতে তার দরকার ছিল ৫১ রান। যা তিনি ইনিংসের ১৩তম ওভারে ৩৫ বল খেলেই তুলে নেন। কোহলি ১৯৬টি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬০০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়েন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে কোহলি এদিন ৩৪ বলে ব্যক্তিগত অর্ধ শতক পূর্ণ করেন। ৩৫ নম্বর বলে ক্রিস মরিসকে বাউন্ডারি মেরে তিনি ৬ হাজারের মাইলস্টোন টপকে যান।
শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন কোহলি। ম্যাচটা ১০ উইকেটে জিতে নেয় তার দল। সেঞ্চুরি করেন দেবদূত পাদিক্কাল। আইপিএলের ১৯৬ ম্যাচে কোহলির সংগ্রহ দাঁড়ায় ৬০২১ রান। তিনি ৫টি সেঞ্চুরি করেছেন। এদিনর ইনিংস মিলে এই নিয়ে মোট ৪০টি হাফ-সেঞ্চুরি করলেন। ৫১৮টি চার ও ২০৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।