স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সচিবালয়ে মুখ্যসচিব মনোজ কুমারের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যে কোভিড প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ যথাযথভাবে পালন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সভায় অক্সিজেন যুক্ত বেড, অক্সিজেন সিলিন্ডার, কোভিড সংক্রান্ত চিকিৎসা পরিকাঠামো, কোভিড কেয়ার সেন্টার কার্যকর করার বিষয়, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ওষুধের পর্যাপ্ত মজুত, টেস্টিং কিট ইত্যাদি সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনাগুলির পর্যালোচনা করে মুখ্যসচিব বলেন, হোম আইসোলেশন থাকা কোভিড আক্রান্তদের স্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে খোঁজখবর নিতে হবে।
কোভিড আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে যেন কোনও ঘাটতি না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরকে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷
রাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর কথা উল্লেখ করে মুখ্যসচিব স্বাস্থ্য দপ্তরকে প্রতিদিন এর মনিটরিং করার পরামর্শ দেন। তিনি বাজার কমিটিগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজারগুলিতে কোভিড পরীক্ষা করা যায় কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখতে বলেন৷
পাশাপাশি মোটরস্ট্যান্ড এলাকায় কোভিড পরীক্ষা করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ সভায় মুখ্যসচিব রাজ্যের কোভিড কেয়ার সেন্টারগুলিকে দ্রুত কার্যকর করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি কোভিড কেয়ার সেন্টারগুলিতে যথাযথভাবে অক্সিজেন কনসেনট্রেটর রাখার জন্যও পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি ভিত্তিতে অক্সিজেন কনসেনট্রেটর কেনার কথাও তিনি উল্লেখ করেন। পর্যালোচনায় মুখ্যসচিব রাজ্যে পর্যাপ্ত টেস্টিং কিট সহ প্রয়োজনীয় ওষুধ মজুত রাখতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন।
সভায় পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্ত, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, মুখ্যমন্ত্রীর সচিব ডা. প্রশান্ত কুমার গোয়েল, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক পুনীত রস্তোগী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. শৈলেশ কুমার যাদব, অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডা. বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।