পরে সেটি ধর্মীয় সহিংসতার দিকে চলে যায়। ইসরায়েল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকেই তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে। লিস্তিনি রেড ক্রস জানিয়েছে, নতুন সহিংসতায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে; তাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে নিতে হয়। রমজানে ইফতারের সময় দামেস্ক গেইটে জড়ো হওয়ার রীতি আছে ফিলিস্তিনিদের।
ইসরায়েলি পুলিশ এখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও বৃহস্পতিবার অভিযোগ করেছে ফিলিস্তিনিরা। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যে কোনো ধরনের দাঙ্গা ও সহিংসতা রোধে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আগেই সতর্ক করেছিলেন। বিবিসি লিখেছে, দুই পক্ষ পাথর-বোতল ছুঁড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটায়। পুলিশ তাদের থামাতে কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ছোঁড়ে।