পূর্ব জেরুজালেমে সংঘর্ষ, আহত ১২০

অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল।। পূর্ব জেরুজালেমে কট্টরপন্থী ইহুদি, ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ১২০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি এবং ইহুদিদের পুলিশ নিয়ন্ত্রণে আনতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরবদের মৃত্যু’ কামনা করে স্লোগান দেওয়া কয়েকশ কট্টর-জাতীয়তাবাদী ইসরায়েলি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। রাতভর সংঘর্ষ চলে।

পরে সেটি ধর্মীয় সহিংসতার দিকে চলে যায়। ইসরায়েল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকেই তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে। লিস্তিনি রেড ক্রস জানিয়েছে, নতুন সহিংসতায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে; তাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে নিতে হয়। রমজানে ইফতারের সময় দামেস্ক গেইটে জড়ো হওয়ার রীতি আছে ফিলিস্তিনিদের।

ইসরায়েলি পুলিশ এখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও বৃহস্পতিবার অভিযোগ করেছে ফিলিস্তিনিরা। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যে কোনো ধরনের দাঙ্গা ও সহিংসতা রোধে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আগেই সতর্ক করেছিলেন। বিবিসি লিখেছে, দুই পক্ষ পাথর-বোতল ছুঁড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটায়। পুলিশ তাদের থামাতে কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ছোঁড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?