স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সর্বতো প্রয়াস জারি রেখেছে। কোভিভ পরিস্থিতির মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহার সভাপতিত্বে আজ মহাকরণে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সারা রাজ্যে কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়।
প্রতিটি জেলায় কোভিড সংক্রমণ প্রতিহত করতে এবং রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বিশদ খোজ নেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব। প্রতিটি জেলায় কোভিড কেয়ার সেন্টার চালু করার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জেলাশাসকদের সঙ্গে মত বিনিময় করেন এবং যে সমস্ত জেলায় এখনও কোভিড কেয়ার সেন্টার চালু হয়নি সেখানে অনতিবিলম্বে তা চালু করার নির্দেশ দেন তিনি।
জেলাগুলোতেও কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডারের যাতে কোনও অবস্থাতেই সঙ্কট না হয় সে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। সারা রাজ্যে কোভিড মোকাবিলায় সরকারি নির্দেশিকা পালন করার পাশাপাশি সচেতনতা সৃষ্টি ও কোভিড টিকা প্রদান বাস্তবায়িত করতে দায়বদ্ধতা নিয়ে যে কাজ চলছে তা এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেন তিনি।
ভিডিও কনফারেন্সে অক্সিজেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, যুগ্ম সচিব সুভাষ চন্দ্র সাহা, যুগ্ম সচিব ডঃ সমিত রায় চৌধুরী, আইডিএসপি এর স্টেট নোডাল অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মাসহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।