এরই মধ্যে ইংলিশ ক্লাব সিটি ও আগুয়েরো দুই পক্ষই নিশ্চিত করেছে তারা আর নতুন চুক্তিতে যাচ্ছে না। অর্থাৎ ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন আগুয়েরো। এদিকে নতুন মৌসুমে বার্সেলোনা একজন গোলস্কোরারের সন্ধানে রয়েছে। আবার খুব বেশি অর্থ নিয়েও যে নামতে পারছে তারা, ব্যাপারটা এমন নয়। আগুয়েরো ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়ায় বার্সার জন্য সেরা পছন্দ তিনিই। এ ছাড়া লিওনেল মেসির সঙ্গে আগুয়েরোর বন্ধুত্বটাও বেশ ভালো।
তবে বার্সার দেওয়া ১২ মাসের রোলিং চুক্তির প্রস্তাব এ ক্ষেত্রে বাঁধা বলে মনে হচ্ছিল। তবে টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, আগুয়েরোর প্রতিনিধির সঙ্গে বার্সা আলোচনা শুরু করেছে। ২০২২/২৩ মৌসুম পর্যন্ত চুক্তি প্রস্তাব করতে চায় তারা। আগুয়েরোকে পেতে বার্সার লড়াই করতে হতে পারে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সঙ্গে। যারা বার্সার চেয়েও বেশি বেতনে ৩২ বছর বয়সী আর্জেন্টাইনকে পেতে চাইছে বলে খবর।