মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুন্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিস্ট রাধে তথা সালমানকে দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ‘আই উইল ক্লিন দ্য সিটি’, এ প্রতিশ্রুতি তার। প্রভুদেবা পরিচালিত এই ছবিতে ভিলেন চরিত্রে আছেন রণদীপ হুদা। সালমান ও দিশা পাটানির রসায়ন আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আছেন জ্যাকি শ্রফও। ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে থিয়েটার ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। করোনা পরিস্থিতি বিবেচনা করে মাল্টি প্ল্যাটফর্ম বেছে নিলেন সালমান।