অ্যাকশন, নাচ-গানে সালমানের ‘রাধে’ (ট্রেলার)

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল।। সালমান খানের ছবি মানেই টানটান উত্তেজনা, অ্যাকশন, নাচ-গান নিয়ে যথাযথ বলিউডের মেগা-ব্লকবাস্টার মশলা আইটেম। তার পরবর্তী ছবি ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টে ভাই’-এও এর এতটুকু খামতি হবে না, সে বিষয়ে আশ্বস্ত করলেন বলিউডের ভাইজান। বৃহস্পতিবার প্রকাশ হওয়া ট্রেলার এ কথাই বলছে। ছবির পটভূমি ভারতের মায়ানগরী মুম্বাই। শহরে মাথা চাড়া দিচ্ছে গুন্ডারাজ।

মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুন্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিস্ট রাধে তথা সালমানকে দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ‘আই উইল ক্লিন দ্য সিটি’, এ প্রতিশ্রুতি তার। প্রভুদেবা পরিচালিত এই ছবিতে ভিলেন চরিত্রে আছেন রণদীপ হুদা। সালমান ও দিশা পাটানির রসায়ন আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আছেন জ্যাকি শ্রফও। ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে থিয়েটার ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। করোনা পরিস্থিতি বিবেচনা করে মাল্টি প্ল্যাটফর্ম বেছে নিলেন সালমান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?