স্বেচ্ছা ভিত্তিক পরিচালিত মেডিটারানিয়ানকে উদ্ধার হটলাইন অ্যালার্ম ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ভাড়া করা জাহাজের পাশাপাশি এনজিও’র ওশান ভাইকিং জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উপকূলে ছয় মিটার উচ্চ সামুদ্রিক ঢেউ রয়েছে। ওশান ভাইকিংয়ে থাকা অনুসন্ধান ও উদ্ধার সমন্বয়কারী লুইসা আলবারা বলেন, “আমরা আজ ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকে জীবিতাবস্থায় কাউকে খুঁজে পায়নি। তবে আমরা ডুবে যাওয়া নৌকার কাছে কমপক্ষে ১০টি লাশ দেখতে পেয়েছি।
এ দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙে গেছে।” এসওএস মেডিটারানিয়ানের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিস্তীর্ণ এ সাগরে ইতিমধ্যে ৩৫০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারানোদের নাম এ পরিসংখ্যানে যুক্ত করা হয়নি। গত সপ্তাহে জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিমুখী আফ্রিকান অভিবাসীদের বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।