স্টাফ রিপোর্টার, কমলপুর, ২১ এপ্রিল।। ধলাই জেলার কমলপুরের চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায় ঝিল থেকে জল আনতে গিয়ে পা পিছলে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।বাধিনী সাঁওতাল (৩৮) নামে এক গৃহবধূ ঝিল থেকে বালতি নিয়ে জল তুলতে গিয়ে পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু হল। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায়।
স্বামীর নাম প্রমোদ সাঁওতাল। সে পেশায় দিনমজুর। উনার ১২ বছর ও ৪ বছরের দুই ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ বাড়ির পাশে ঝিল থেকে বালতি দিয়ে জল তুলে এনে টিলার উপরে উঠতে গেলে পিছলে পড়ে মাথায় আঘাত পান গৃহবধূ। গৃহবধূকে গুরুতর অবস্থায় রাত সাড়ে সাতটা নাগাদ কমলপুর বিমল সিংহ হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ওই মহিলার মৃতদেহ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর উনার পরিবারের হাতে তুলে দেয় কমলপুর থানার পুলিশ। এই ঘটনায় চলুবাড়ি পঞ্চায়েতের সাঁওতাল পাড়ায় শোকের ছায়া নেমে আসে। জল তুলতে গিয়ে দুই সন্তানের মায়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ। বুধবার ধর্মীয় রীতিনীতি মেনে তার নিজ বাড়ি এলাকায় তার মৃতদেহ সৎকার করা হয়।