বুধবার সাতসকালে তেলিয়ামুড়া থানার পুলিশ নিখোঁজ হওয়া রাজু সরকারের মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়ির পাশের ধান ক্ষেতের ঝোপ থেকে। এলাকাবাসীদের বক্তব্যে জানা যায় রাজু সরকার প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।