সালোনির টুইটের প্রতিবাদ জানিয়ে কঙ্গনা বলেন, তাকে ‘জটিল বিষয়’ না বুঝে ‘বিরক্তিকর বোবা-বোকা মন্তব্য’ করেছেন। তিনি লেখেন, ‘কোনো আশ্চর্যের বিষয় নয় তোমার কৌতুক তোমার নিজের কাছে রসিকতা, আমার বড় দাদার ৮ ভাইবোন ছিল, সেই সময় অনেক শিশু মারা যেত। জঙ্গলে আরও বেশি প্রাণী ছিল মানুষের সংখ্যা নেহাতই কম ছিল। আমাদের অবশ্যই সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হয়। সময়ের সঙ্গে প্রয়োজনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য় চীনের মতো আমাদেরও শক্তিশালী নিয়ম থাকা উচিত।’ এরপর আরও বেশ কিছু টুইট করেন কঙ্গনা।
একটিতে লেখেন, ‘আপনি যদি এই জাতীয় জটিল বিষয়গুলো বুঝতে সক্ষম হন, তবে আপনি মানুষকে তাদের খাওয়ার পক্ষে, তাদের দুর্বলতাগুলো, উপার্জিত সাফল্যকে উপহাস না করে মূল্যবান কিছু করতে সক্ষম হতেন। তবে আপনি কোনো ভালো কিছু জানে না, বোকা।’ এ দিকে করোনা পরিস্থিতি নিয়ে যারা সরকারের সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধেও সরব কঙ্গনা। তিনি লেখেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে যারা ক্রুদ্ধ, বিরক্ত অথবা ডিপ্রেশড তারা আসলে নির্বোধ।’
ঠোঁটকাটা কঙ্গনার এমন টুইটে প্রবল ক্ষুব্ধ নেটিজেনরা। কিন্তু তাতে মোটেও থামছেন না ‘থালাইভি’ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘সূর্য যদি আজ উঠবে না ঠিক করে তাহলে সে কী তোমার কাছে তার কারণ ব্যাখা করবে। পৃথিবী তোমার জন্য ঘোরে না। সূর্যের কাছে তোমার বোকা বোকা ভাবনা চিন্তার জন্য সময় নেই। এত বড় বিশ্বে কারো সময় নেই তোমাকে নিয়ে ভাবার। জীবন-মৃত্যুর মাঝে কৃতজ্ঞ থাকা খুব দরকার। তাই উত্তেজনা না ছড়িয়ে চুপ করে বসো বোকার দল।’