অনলাইন ডেস্ক, ২১ এপ্রিল।। পাপারাজ্জিদের দেখে মাটিতে উপুড় হয়ে প্রণাম করলেন রাখি সাওয়ান্ত। মঙ্গলবারের এ ঘটনায় উপস্থিতি সবাই চমকে উঠেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালের সামনে চিত্রশিকারীদের দেখে এ কাণ্ড করলেন বলিউডের ‘বিতর্কের রানি’। কেন এমনটা করলেন রাখি? অবশ্য যারা ‘বিগ বস সিজন ১৪’ দেখেছেন তাদের কাছে বিষয়টি অজানা নয়। এ রিয়্যালিটি শো চলাকালে রাখি জানতে পারেন তার মায়ের পেটে একটা বড় টিউমার আছে। সেখান থেকেই ক্যানসার ছড়িয়েছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন রাখি।
মাকে বলেন, তিনি প্রচুর টাকা নিয়ে যাবেন বিগ বসের ঘর থেকে। তাতেই তার অপারেশন করাবেন। এর কথা শুনে রাখির সহযোগিতায় এগিয়ে আসেন সালমান খান ও তার ভাই সোহেল খান। তাদের অর্থ সাহায্যেই মঙ্গলবার সকালে অপারেশন হল রাখির মায়ের। মায়ের অপারেশন হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই খান-ভাইদের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে রাস্তাতেই উপুড় হয়ে প্রণাম করেন রাখি। বিগ বসে চ্যাম্পিয়ন হতে পারেননি রাখি। উঠেছিলেন টপ ফাইভে। সেখান থেকেই ১৪ লাখ টাকা নিয়ে প্রতিযোগিতা ছেড়ে যান রাখি।