কখনো লেমোনেড জুস খেয়ে তো কখনো আবার স্কুবা ডাইভিং করে দারুন সময় কাটিয়ে এলেন তারা। সেই ছবিতে সয়লাব তাদের সোশ্যাল হ্যান্ডেল। কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হওয়ার পরই মালদ্বীপ পাড়ি দেন আলিয়া ভাট-রণবীর কাপুর জুটি। সোমবার সকালে এই জুটিকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। ‘ডেস্টিনেশন স্পট’ নিয়ে মুখ না খুললেও পরে জানা যায়, তারা মালদ্বীপে গেছেন বেড়াতে। রবিবার মালদ্বীপ যান টাইগার শ্রফ ও দিশা পাটানি।
সেখানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খানও। সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরসহ বেশ কয়েকজন তারকাকে সম্প্রতি দেখা গেছে এ দ্বীপ রাষ্ট্রে। আবার একই সময়ে বলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির নামি কয়েকজন তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে যখন মহামারি পরিস্থিতি তখন তারকাদের ছুটি কাটানোকে অনেকেই ভালোভাবে দেখছেন না। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। কয়েক দিন আগে মুখ খুলেছিলেন চিত্র সমালোচক অনুপমা চোপড়া। এরপর নিন্দায় ফেটে পড়েন শ্রুতি হাসান। তার মতে, তারকাদের উদযাপনের ছবি করোনা আক্রান্তদের মনে বিরূপ প্রভাব ফেলছে।