করুণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে পূজা পার্বণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম আতঙ্কের বিষয়। কিন্তু ধর্মপ্রাণ মানুষকে কোনভাবেই আটকে রাখা যাচ্ছে না। বাসন্তী পূজার দিনগুলিতে এই দৃশ্য পরিলক্ষিত হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সর্বত্র বিধি মেনে চলার জন্য সরকার ও প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারী করা হলেও পূজা মন্দির গুলিতে ভিড় পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার বিজয়াদশমী। এবছর যাবতীয় বিধি মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে বলে দুর্গাবাড়ি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।