যুক্তরাষ্ট্রকে ‘বসিং’ থামাতে বললেন শি

অনলাইন ডেস্ক, ২১ এপ্রিল।। অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বোয়াও ফোরাম ফর এশিয়ার ভার্চুয়াল বৈঠকে শি ভিডিও বার্তায় বলেন, করোনার এই দিনগুলোতে উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতির জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শি তার ভাষণে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি। কূটনৈতিক রীতিতে অধিকাংশ দেশ এভাবেই একে অপরের সমালোচনা করে।

মার্কিন গণমাধ্যম সিএনএন লিখেছে, শি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই এসব কথা বলেছেন। শি বলেন, ‘অন্যদের অভ্যন্তরীণ ব্যাপারে বসিং কিংবা হস্তক্ষেপ করলে কোনো সমর্থন পাওয়া যাবে না। ’

কিছুসংখ্যক দেশের ‘প্রতিবন্ধকতা সৃষ্টি’ ও ‘বিচ্ছিন্ন করে দেওয়ার’ চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘এ ধরনের চেষ্টা অন্যদের ক্ষতি করবে এবং কারোরই লাভ হবে না। ’

চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের আধিপত্যের বদলে বিশ্বব্যবস্থায় নিজেদেরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আরো প্রতিফলন দেখতে চাওয়ার কথা বলে আসছিল।

বিদ্যমান বৈশ্বিক শাসনকাঠামোর সবচেয়ে বড় শরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মানবাধিকার থেকে শুরু করে অন্য দেশের ওপর বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাবসহ একাধিক বিষয়ে বিরোধ চলছে।

শি বলেন, ‘বিশ্ব ন্যায়বিচার চায়, আধিপত্য নয়। একটি বড় দেশকে তখনই বড় দেশ হিসেবে দেখতে হবে, যখন সে আরো দায়িত্ব কাঁধে তুলে নেবে। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?