স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ এপ্রিল।।মঙ্গলবার পুনরায় আইজিএম হাসপাতাল পরিদর্শনে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. দিলীপ দাস৷ তিনি এ দিন হাসপাতালে জরুরি বিভাগ, ব্লাড ব্যাঙ্ক, টিকাকরণ কেন্দ্র এবং শিশু বিভাগ ঘুরে দেখেন৷
কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে৷ পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাসপাতালের জরুরি বিভাগ, ব্লাড ব্যাংক, অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিভাগের পরিষেবা রোগীদের সঠিকভাবে মিলেছে কি না তা খতিয়ে দেখেন৷
পাশাপাশি হাসপাতালে ক্যাজুয়্যালটি ব্লক সহসাই চালু করে ২৪ ঘণ্টা সার্জারি পরিষেবার ব্যবস্থা করার জন্য ঊধর্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান৷ ক্যাজুয়েল বিভাগের জন্য বেশ কিছু সিনিয়র চিকিৎসক নিয়োজিত করা হবে বলেও জানিয়েছেন৷
তিনি বলেন, মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে ফেরার পরই নতুন ওপিডি রেজিস্ট্রেশন বিভাগ চালু করা হবে৷ বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালের মধ্যে রোগীদের ভিড় বাড়ছে৷
https://www.facebook.com/watch/?v=1133576137105892
পরিষেবা আরো কীভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন৷ এখন দেখার বিষয় আগামীদিনে পরিষেবা কতটা উন্নত হয় রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালে৷