অনলাইন ডেস্ক, ২১ এপ্রিল।। করোনায় প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এই মাসের ১২ তারিখ করোনার উপসর্গ শুরু হয়। জ্বর আসে। বাড়িতেই চিকিৎসা হচ্ছিল তাঁর। আজ সকাল ৮ টা নাগাদ শঙ্খ ঘোষ প্রয়াত হন।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাঙালি সাহিত্য মহলে। দীর্ঘ সময় ধরে বাংলা কবিতা মহলে এক অনন্য জায়গায় স্থান পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকে ভাসছে পাঠক পাঠিকাগণ। কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ছিলেন পুরোপুরি আইসোলেশনে।
কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করেই তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও না ফেরার দেশে চলে গেলেন প্রিয় কবি।
সূত্রের খবর, কবির স্ত্রী, কন্যা ও জামাতাও করোনা আক্রান্ত হয়েছেন। কবিকে হারিয়ে কবির স্বজন সুস্থতার জন্য প্রার্থনা করছেন পাঠক-পাঠিকারা।
উল্লেখ্য, আগের বছরের শুরুতে শ্বাসনালীর সমস্যায় কবিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন সমস্ত অসুস্থতাকে হারিয়ে ফিরে এসেছিলেন বাংলার কবিতার স্যার। তবে এবারে করোনাকে হারাতে পারলেন না তিনি।
পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি। ২০১১ সালে পদ্মভূষণ পান কবি শঙ্খ ঘোষ। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।
১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’র জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ। ১৯৯৯ সালে কন্নড় নাটক বাংলায় ‘রক্তকল্যাণ’ অনুবাদ করে সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন তিনি।