সুপার লিগ থেকে সড়ে দাঁড়াল ম্যানসিটি, একই পথে হাঁটছে চেলসি

অনলাইন ডেস্ক, ২১ এপ্রিল।। ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) থেকে সড়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসিও একই পথ অনুসরন করতে পারে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ঠিক দুই দিন আগে ইউরোপের শীর্ষ ১২ টি ক্লাব মিলে ‘বিতর্কিত’ নতুন একটি প্রতিযোগিতা শুরুতে জোট বদ্ধ হয়। এই ১২ ক্লাবের ৬টিই ইংল্যান্ড থেকে। এ ছাড়া স্পেন ও ইতালি থেকে রয়েছে ৩টি করে ক্লাব।

এমন কিছু হলে ক্লাবগুলোকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন কড়া বার্তা।

দর্শকদের কাছ থেকেও সমর্থন পাচ্ছে না ক্লাবগুলো। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমেছে চেলসি। এই ম্যাচের আগে স্ট্যামফোর্ড ব্রিজে প্রায় হাজার খানেক দর্শক চেলসির সুপার লিগে নাম লেখানোর সিদ্ধান্তের বিপক্ষে বিক্ষোভ করে।

ম্যানসিটি ও চেলসি ছাড়া ইংল্যান্ড থেকে সুপার লিগের ব্যাপারে জোট বদ্ধ হয়েছে- আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম।

স্পিন থেকে রয়েছে- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ইতালি থেকে জুভেন্তাস, ইন্তার মিলান ও এসি মিলান।

ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে উয়েফা ছাড়াও বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য সরকারের মন্ত্রীরা নিন্দা করেছিলেন। ক্লাবগুলোর সমর্থকরাও এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না।

বিবিসি তাদের প্রতিবেদনে এও জানিয়েছে, সুপার লিগের পরিকল্পনার মূলে সিটি ও চেলসি ছিল না। শেষ দুই দল হিসেবে তারা সাক্ষর করে। তবে চুক্তিতে কি আছে, বা সেখান থেকে বেরিয়ে আসাই-বা কতটা সহজ, এর কোনো কিছুই এখনো পরিষ্কার নয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?