অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। কভিড আক্রান্ত হয়েছেন কলকাতার নায়ক জিৎ। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেই জানিয়েছেন এ কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা এবং চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন। তিনি লেখেন, “আমি কভিড আক্রান্ত।
বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। সবার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। ”
মার্চে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি।
টিকা নেওয়ার পরও ভাইরাস বাসা বাঁধল তার শরীরে। তবে শুধু জিৎ নন, বলিউডেও দেখা গিয়েছে এমন ঘটনা।
আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালরাও কভিড টিকা নেওয়ার পর এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন। গত বছর লন্ডনে ‘বাজি’ ছবির শুটিং করতে উড়ে গিয়েছিলেন জিৎ ও মিমি চক্রবর্তী।
করোনার কারণে মাঝপথে শুটিং থামিয়ে ফিরে আসতে হয়েছিল তাদের। দুর্গাপূজার আগে আবার টেমসের তীরে বাকি শুটিং শেষ করেন তারা। ১৫ এপ্রিল মুক্তি পায় ‘বাজি’র নতুন গান।
স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন জিৎ। তবে আপাতত তার দিন কাটবে চার দেওয়ালের মাঝেএ দিকে সপ্তাহ দু-এক ধরে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাগামহীন।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৬ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৭৫৭ জন।
এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৩ লাখ সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।