স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৯ এপ্রিল।। ১৬ বছরের এক নাবালিকাকে ভুল বুঝিয়ে গর্ভবতী করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ৷ সোমবার আদালতে তাকে সোপর্দ করে৷ আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, কমলপুর শহরের দশমী ঘাট এলাকার বাসিন্দা মানিক দেবনাথ (১৯) নামে এক যুবক কমলপুরের নোয়াগাঁও এলাকার ১৬ বছরের বয়সী এক মেয়েকে ভালোবাসার নাম করে তাকে গর্ভবতী করে৷ বিষয়টি জানাজানি হলে নাবালিকার ভাই কমলপুর থানায় মামলা দায়ের করে৷
মামলার নম্বর ৩০/২১, ৩৭৬/৫০৬/১০৯ আইপিসি ও পকসো আইনে মামলা নেওয়া হয়৷ সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠিয়ে দেন৷