উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে মরিনহোর চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম সপ্তম স্থানে। শীর্ষ চার থেকে পাঁচ পয়েন্ট পেছনে। রবিবার লিগ কাপের ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা ম্যানচেস্টার সিটির সঙ্গে। এমন মুহূর্তে তাকে ছাঁটাই করা হল। টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘একটি ক্লাব হিসেবে আমাদের সবচেয়ে কঠিন সময়গুলোতে হোসে ও তার কোচিং স্টাফ আমাদের সঙ্গে ছিল।
তিনি একজন সত্যিকারের পেশাদার যিনি মহামারীর মধ্যে অদম্য মনোভাব দেখিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে আমি তার সঙ্গে কাজ উপভোগ করেছি। কিন্তু অনুশোচনা এই যে কিছু একটা সমস্যা হচ্ছে। তিনি সবসময় এখানে অভ্যর্থনা পাবেন এবং তার ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য।’