স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। নির্মীয়মান ভবন থেকে রড চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে জনতার হাতে ধরা পড়ল এক চোর। ঘটনা রাজধানীর অফিসটিলা এলাকায়।
ধৃত চোরের বাড়ি সেকেরকোট বলে জানা গেছে। নির্মাণকারী সংস্থার শ্রমিকরা জানিয়েছেন, গত ক’দিন ধরে তাদের সাইট থেকে রড চুরি হয়ে যাচ্ছিল। কিন্তু কোন ভাবেই চোরকে আটক করা সম্ভব হচ্ছিল না।
কিন্তু সোমবার সকালে রড চুরি করে পালাবার পথে হাতেনাতে ধরা পড়ল ঐ চোর। পরে ধৃতকে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।