স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল।।
অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তায় ডিভাইডার নির্মাণের ফলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ঊনিশের সৌরভ দাস নামে এক যুবকের৷ রবিবার মধ্য রাতে শান্তিরবাজার বি এস এন এল অফিস সংলগ্ণ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ৷
প্রথমে তাকে দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উদয়পুর রেফার করে দেয়, সৌরভের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকেরা সেখান থেকেও জিবি হাসপাতালে রেফার করে দেন৷ জিবি হাসপাতালে সে মারা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, নগর পঞ্চায়েতের অবৈজ্ঞানিক পদ্ধতিতে ডিভাইডারে ধাক্কা লাগে বাইকটির৷
এই রাস্তায় অনেক দিন ধরেই সুকল পড়ুয়া সহ বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়ে৷ ছোট্ট রাস্তায় কতিপয় ঠিকেদারের স্বার্থ সিদ্ধির জন্য ডিভাইডার তৈরি করে রাস্তাটি আরো ছোট করা হয়েছে৷
স্থানীয় ব্যবসায়ীরা ডিভাইডার নির্মাণের সময় থেকে প্রতিবাদ করে আসছেন৷ কলেজে প্রথম বর্ষের ছাত্র সৌরভের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷