অস্কার : ক্যামেরা চালু থাকলে মাস্ক পরা যাবে না!

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে আমন্ত্রিত অতিথিরা মাস্ক পরবেন না। অন্তত টিভি দর্শকেরা তাদের এভাবেই দেখবেন।

ভ্যারাইটি এক প্রতিবেদনে জানায়, যখন অনুষ্ঠানটির টিভি ক্যামেরা চালু থাকবে তখন অতিথিদের মাস্ক পরতে বারণ করা হয়েছে।
সোমবার সকালে জুম মিটিংয়ে অংশ নেন একাডেমি কর্তৃপক্ষ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট নানান পক্ষ।

লস অ্যাঞ্জেলস শহরতলীর ইউনিয়ন স্টেশনে এবারের অস্কারের আসর বসবে। এ অনুষ্ঠানকে টিভি বা ফিল্ম প্রডাকশন হিসেবে বিবেচনা করা হয়, সারা বিশ্বের কোটি কোটি দর্শক একসঙ্গে উপভোগ করবেন।

তাই ক্যামেরা চালু থাকা অবস্থায় মাস্ক পরার দরকার নেই বলে জানানো হয়েছে। তবে যখন অতিথিদের দিকে ক্যামেরা থাকবে না বা বিজ্ঞাপন বিরতি চলবে, তখন মাস্ক পরা যাবে।

এবার অল্প সংখ্যক অতিথির উপস্থিতিতে অস্কার দেওয়া হবে। যার সংখ্যা মাত্র ১৭০ জন। নির্দিষ্ট নিয়ম মেনে ও নির্দিষ্ট সময়ের জন্য অতিথিরা অনুষ্ঠানে প্রবেশ করবেন ও বের হবেন।

মনোনয়ন পাওয়া তারকাদের দেওয়া হবে সময় সংক্রান্ত আউটলাইন। অনুষ্ঠানে ঢোকার মুখে অবশ্যই তাপমাত্রা পরীক্ষা করাতে হবে।

সঙ্গে দিতে হবে কমপক্ষে তিনটি কভিড টেস্ট ফলাফল। সীমিত পরিসরে আয়োজিত হবে লালগালিচার অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের তিনজন ও বিদেশের অল্প কয়েকজন ফটোগ্রাফার ও সাংবাদিক তখন উপস্থিত থাকবেন।

সাক্ষাৎকারের সময় তাদের কমপক্ষে সাত ফুট দূরে অবস্থান করতে হবে। সঙ্গে থাকছে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের সুবিধা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?