পিতৃ পুরুষের উদ্দেশ্যে এ দিন পুণ্য স্নান করে তিল তর্পণের রীতিনীতিও রয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস এই পণ্য লগ্নে পুণ্য স্নান করে তর্পণ করলে পিতৃপুরুষ জল পান। আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মপ্রাণ মানুষ আজও সেই বিশ্বাস নিয়ে পুণ্য স্নান করে থাকেন।
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি দিতেও দেখা যায় সেই দৃশ্য।প্রতাপগড়ে রাম ঠাকুর স্কুল সংলগ্ন হাওড়া নদীতে ঐতিহ্যবাহী পুণ্যস্নান লক্ষ করা গেছে। এদিন নারী-পুরুষ শহরের মানুষ পুণ্য স্নান করতে যান। পুণ্যস্নানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। পণ্য স্থানের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পুরোহিত।