বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই এদিন পূজার্চনা হয়। দুর্গাবাড়ি মন্দিরে আজকের দিনে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোন চিত্র পরিলক্ষিত হয়নি। ভক্ত প্রাণ মানুষ অষ্টমী তিথিতে অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেন। ধর্মীয় স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুর্গা বাড়িতে মঙ্গলবার অষ্টমী তিথিতে পূজা চলাকালে যেভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে তাতে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মন্দিরের পুরোহিত জানান সামাজিক দূরত্ব বজায় রেখেই পূজার্চনা করার চেষ্টা করা হয়েছে। তবে ব্যাপক সংখ্যায় ভক্ত সমাগম হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই সমস্যার কারণ হয়ে ওঠে।করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যেও বৃদ্ধি পাওয়ায় সরকার ও প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু ধর্মীয় স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।