জেআরবিটি : আরটিপিসিআর-নেগেটিভ টেস্টের রিপোর্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। আগামী ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’-র পরীক্ষা৷ এই পরীক্ষা নিয়ে প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা প্রদান করা হচ্ছে জে আর বি টি-র পোর্টালে৷ সমস্ত পরীক্ষার্থীদের অবশ্যই পোর্টালের দিকে নজর রাখতে আহ্বান জানিয়েছেন জে আর বি টি-র ডাইরেক্টর চেয়ারম্যান অদিতি মজুমদার৷

তিনি জানান, মুখ্যসচিবের পৌরহিত্যে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ মুখ্যসচিব প্রদেয় কোভিড নির্দেশিকা সমস্ত জেলাতে পাঠানো হয়েছে৷ সেই মোতাবেক সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে৷ আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে গ্রুপ ডি-র পরীক্ষা৷ এই ক্ষেত্রে মোট পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৪৫ জন৷ মোট আসন রয়েছে ২৫০০টি৷ পরীক্ষা কেন্দ্র রয়েছে ২১৩টি সমগ্র রাজ্যে৷ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে পরীক্ষা৷

অন্যদিকে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে গ্রুপ সি-র পরীক্ষা৷ এই ক্ষেত্রে মোট পরীক্ষার্থী রয়েছে ১ লক্ষ ৪২০০ জন৷ পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৬৩টি৷ মোট আসন রয়েছে ২৪০০৷ দুই বেলা হবে পরীক্ষা৷ প্রথমার্ধের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা৷ দ্বিতীয় বেলার পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা৷ এই পরীক্ষা দিতে একটা বড় অংশ বহির্রাজ্য থেকে আসছেন৷

করোনা পরিস্থিতিতে নির্দেশ জারি করা হয়েছে বাইরের রাজ্য থেকে আসা সমস্ত পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ভাবে আর টি পি সি আর-নেগেটিভ টেস্টের রিপোর্ট দেখাতে হবে৷ ত্রিপুরায় প্রবেশের পর ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর-নেগেটিভ টেস্টের রিপোর্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে৷ একই সঙ্গে থাকতে হবে আইডি কার্ড ও এডমিট কার্ড৷

সমস্ত পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করেই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে৷ অন্যথায় পরীক্ষায় বসতে দেওয়া হবে না৷ করোনা যাতে আর না ছড়াতে পারে তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান জে আর বি টি-র ডাইরেক্টর চেয়ারম্যান অদিতি মজুমদার৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?