কেন্দ্রীয় সরকারের উচিত করোনার সঙ্গে লড়াই করা, কৃষকদের সঙ্গে নয়

অনলাইন ডেস্ক, ১৯ এপ্রিল।। পাঁচ মাস পার হয়েছে অন্নদাতাদের আন্দোলন। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হাজার হাজার কৃষক। এদিকে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনার দাপট। এরই মাঝে কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত করোনার সঙ্গে লড়াই করা। কৃষকদের সঙ্গে নয়।

এদিন আবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে। আন্দোলনরত কৃষকদের টিকা প্রদানের জন্যে এদিন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন এই কৃষক নেতা। এছাড়া ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর আবেদনও জানান। কৃষক মোর্চার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে গতবছরের লকডাউন শুরুর সময়ে পরিযায়ী শ্রমিকদের কথা কেন্দ্রকে মনে করিয়ে দিয়ে বলা হয় যে, কেন্দ্রীয় সরকারের করোনার রাশ টানতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে পুরনো স্মৃতি আবার ফিরতে সময় লাগবে না।

আরও বলা হয় যে, দেশের কৃষকদের দাবি মানলেই এই আন্দোলন শেষ হবে। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্যও সরকারকে যথাসাধ্য চেষ্টা করা উচিত যাতে তারা কোনও সমস্যায় না পড়েন।সরকার যদি কৃষক-শ্রমিক এবং সাধারণ জনগণের জন্যে সত্যিই উদ্বিগ্ন হন তবে তাদের উচিত কৃষকদের দাবি মেনে নেওয়া।সংযুক্ত কৃষক মোর্চা দাবি করেছে কেন্দ্রীয় সরকারের শোষণমূলক নীতির জন্যে ইতিমধ্যেই ৩৭৫ জন কৃষক মারা গিয়েছেন।

ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র নিজেদের প্রচার চালিয়ে বেড়াচ্ছে। সরকারের উচিত অন্নদাতাদের দাবি মেনে নেওয়া। উল্লেখ্য, ইতিমধ্যে ১১ বার মোদী সরকারের সঙ্গে আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছেন কৃষকরা। তিন কৃষি আইন বাতিল করতেই হবে, এ দাবিতে এখনও অনড় তাঁরা। তাঁদের ওই দাবির পরিবর্তে ১২-১৮ মাসের জন্য নয়া আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু, তা মানতে নারাজ দেশের অন্নদাতারা। কৃষক নেতা রাকেশ তিকাইত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন।’তিনি আরও বলেছিলেন, ‘কমিটির সঙ্গে সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?