এদিন আবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে। আন্দোলনরত কৃষকদের টিকা প্রদানের জন্যে এদিন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন এই কৃষক নেতা। এছাড়া ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর আবেদনও জানান। কৃষক মোর্চার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে গতবছরের লকডাউন শুরুর সময়ে পরিযায়ী শ্রমিকদের কথা কেন্দ্রকে মনে করিয়ে দিয়ে বলা হয় যে, কেন্দ্রীয় সরকারের করোনার রাশ টানতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে পুরনো স্মৃতি আবার ফিরতে সময় লাগবে না।
আরও বলা হয় যে, দেশের কৃষকদের দাবি মানলেই এই আন্দোলন শেষ হবে। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্যও সরকারকে যথাসাধ্য চেষ্টা করা উচিত যাতে তারা কোনও সমস্যায় না পড়েন।সরকার যদি কৃষক-শ্রমিক এবং সাধারণ জনগণের জন্যে সত্যিই উদ্বিগ্ন হন তবে তাদের উচিত কৃষকদের দাবি মেনে নেওয়া।সংযুক্ত কৃষক মোর্চা দাবি করেছে কেন্দ্রীয় সরকারের শোষণমূলক নীতির জন্যে ইতিমধ্যেই ৩৭৫ জন কৃষক মারা গিয়েছেন।
ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র নিজেদের প্রচার চালিয়ে বেড়াচ্ছে। সরকারের উচিত অন্নদাতাদের দাবি মেনে নেওয়া। উল্লেখ্য, ইতিমধ্যে ১১ বার মোদী সরকারের সঙ্গে আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছেন কৃষকরা। তিন কৃষি আইন বাতিল করতেই হবে, এ দাবিতে এখনও অনড় তাঁরা। তাঁদের ওই দাবির পরিবর্তে ১২-১৮ মাসের জন্য নয়া আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু, তা মানতে নারাজ দেশের অন্নদাতারা। কৃষক নেতা রাকেশ তিকাইত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবেন।’তিনি আরও বলেছিলেন, ‘কমিটির সঙ্গে সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।’