স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ এপ্রিল।। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতি ও যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন। পরে সেখানে কোভিড-১৯ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা৷ সভায় প্রধান সচিব কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন। এজিএমসি ও জিবিপি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং ভেন্টিলেটরের যে ব্যবস্থা রয়েছে, তাতে আপৎকালীন পরিস্থিতিতেও যাতে কোনও সঙ্কট দেখা না দেয় সেই বিষয়ে কাজের অগ্রগতি সম্পর্কে বিশদভাবে আলোচনা হয়৷
চিকিৎসা ব্যবস্থা যাতে সুচারুভাবে হয় তার জন্য খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে আলোচনার পর প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রধান সচিব জানান, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের কোনওরকম সঙ্কট যাতে না হয় তা নিশ্চিত রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর।
কোভিড রোগীদের চিকিৎসায় অর্থনৈতিক কোনও সঙ্কট নেই জানিয়ে তিনি এজিএমসি ও জিবিপি হাসপাতালের কর্তৃপক্ষকে জরুরীভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন। হাসপাতালের সর্বস্তরের কর্মীরা দায়বদ্ধতা সহকারে, দায়িত্ব নিয়ে কাজ করবেন বলেও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ সঞ্জীব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের এবং পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।