এনিয়ে কুমারঘাট থানায় ধর্ষিতার পরিবারের তরফে অভিযোগ জানানো হলে কুমারঘাট থানার পুলিশ সুনিদৃষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে আটক করেছে।ঘটনার বিবরনে জানা গেছে ধর্ষিতার বাড়িতে এসে খেলার ছলে গোয়াল ঘড়ে নিয়ে গিয়ে তার উপর পাশবিক লালশা চরিতার্থ করে প্রতিবেশি নাবালক।
ঘরে ফিরে শারিরিক অসুস্থতা বোধ করলে শিশুটি পুরো ঘটনা তার মাকে বলে।সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার শারিরিক পরিক্ষা হয়।পরিবারের তরফ থেকে মামলা করা হয় কুমারঘাট থানায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুত দত্ত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।