চালককে মারধর, ভিলেন নারী নেত্রীর পুত্র, বিএমএস নেতাদের সাথে বৈঠক বিধায়িকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। বিজেপি-নেত্রীর পুত্রের বিরুদ্ধে অবশেষে থানায় অভিযোগ লিপিবদ্ধ করেছে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম৷ একই সাথে পুলিশ অভিযোগ জানিয়েছে চন্দ্রপুর আইএসবিটি সোসাইটিও৷ উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরেই চন্দ্রপুর আইএসবিটিতে হামলা হুজ্জুতি, জোর করে টাকা আদায় চালিয়ে যাচ্ছিল এক দল মাফিয়া৷

আর এই দলের সর্দার বিশ্বজিৎ দেবনাথ ওরফে মক্কা৷ যান চালক শ্রমিকদের মারধর সবই করতো সে, যদি তার কথা কেউ না শুনতো৷ গতকাল সকালে তেলিয়ামুড়ার এক যান চালককে মারধর করা হয়৷ এরপরই যান চালক, শ্রমিকরা সংঘবদ্ধ ভাবে সিদ্ধান্ত নেয় এবং যান চলাচল বন্ধ রাখে৷ এর ফলে নিত্য যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে৷ যদিও যান চালক, শ্রমিকরা জানিয়েছে তারা বাধ্য হয়েই যান চলাচল বন্ধ রেখেছে৷ যাত্রী সাধারণের সমস্যার জন্য তারা অনুতপ্ত৷

২৪ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী সাধারণ প্রচণ্ড সমস্যায় পড়েন৷ তেলিয়ামুড়ার এক যান চালককে মারধর করার খবর শুনে বিধায়িকা কল্যাণী রায় তৎপরতা দেখান৷ তিনি নিজে যান চালক, শ্রমিক মালিকদের সাথে ঐ দিনের ঘটনা সব শুনেন৷ সোমবার বিধায়িকা কথা বলেন, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদারের সাথে৷ দু’জনের মধ্যে আইএসবিটিতে গত বেশ কিছুদিন ধরে চলা ঘটনা নিয়ে আলোচনা হয়৷

এরপরই ঠিক হয় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একচুলও পিছপা হবেন না৷ তেলিয়ামুড়ার যান চালক শ্রমিক, মালিকরা মহকুমা পুলিশে বিস্তারিত জানিয়ে অভিযোগ লিপিবদ্ধ করে৷ এদিকে, পূর্ব থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন নিগমের এমডি৷ সেই সঙ্গে চন্দ্রপুর আইএসবিটি সোসাইটিও থানায় অভিযোগ জানিয়েছে৷

প্রত্যেকেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন৷ ঘটনার সাথে যে কয়জন জড়িত তাদের নামও উল্লেখ করা হয়েছে লিপিবদ্ধ অভিযোগে৷ নিগম থেকে স্পষ্ট করে ফের জানিয়ে দেয়া হয়েছে৷ এ ধরনের ঘটনা কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷

যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে৷ বিজেপি নেত্রী বীণাপানি দেবনাথের পুত্র বিশ্বজিৎ দীর্ঘদিন ধরেই সেখানে দলবল নিয়ে মাফিয়ারাজ কায়েম করে রেখেছে৷ মা-শাসক দলের নেত্রী হওয়ায় বাড়তি দাপট দেখাতো৷ এবার দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়, তা দেখার জন্য অপেক্ষায় শ্রমিক, যান চালক, মালিকরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?