জানা গেছে হকারদের সাথে বিগত কিছুদিন যাবত পুরপরিষদের পক্ষ থেকে কতাবার্তা চলছিল যাতে তারা তাদের ব্যবসার স্থান পরিবর্তন করে অন্য কোন জায়গায় ব্যবসা করতে পারে।পুর পরিষদের পক্ষ থেকে হকারদের জন্যে অন্যত্র একটি স্থানও দেখা হয়েছিল।যানবাহন বৃদ্ধির সাথে সাথে ধর্মনগরে ট্রাফিক জ্যামনিত্য দিনের সমস্যা হয়ে দাড়িয়েছে। সেন্ট্রেল রোডের রাস্তার পাশের অস্থায়ী দোকান গুলো উঠিয়ে দিলে রাস্তা স্বাভাবিক ভাবেই কিছুটা বড় হবে।
তাতে ট্রাফিক জ্যাম কিছুটা হলেও কমবে।জানা গেছে এই কারনেই ধর্মনগর পুরপরিষদ থেকে ২-৩ বার নোটিশও দেওয়া হয়েছিল হকারদের। হকারদের দাবী ছিল অন্যত্র তাদের ব্যবস্থা করে দিয়েই তারপর তাদের এখান থেকে উচ্ছেদ করা হোক। কিন্তু আচমকা গতকাল রাতে হকারদের দোকান ঘর গুলি ভেঙ্গে দেওয়ায় পুর পরিষদের বিরুদ্ধে হকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।