এই জয়ের সুবাদে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে দিল্লি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধাওয়ান ৪৯ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন। তাতেই এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেয় রিশভ পন্তের দল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ধাওয়ান।
১৩ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। পৃথ্বি শর সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে ৪৮ ও পন্তের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে তুলে দেন। এই দুই জুটির বেশিরভাগ রানই ধাওয়ানের। পৃথ্বি ১৭ বলে ৩২ রান করেন। তবে স্মিথ ৯ ও পন্ত ১৫ রান করেই ফিরে যান। মার্কাস স্টয়নিস অপরাজিত ২৭ ও ললিত যাদব অপরাজিত ১২ রানে ম্যাচ শেষ করেন।
এর আগে দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে বড় পুঁজি গড়ে পাঞ্জাব। অধিনায়ক রাহুল ৫১ বলে ৬১ রান করেন ৭ চার ও ২ ছক্কায়। আগারওয়াল ৩৬ বলে ৬৯ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। তৃতীয় ম্যাচ খেলতে নামা পাঞ্জাব এনিয়ে দ্বিতীয় হারের স্বাদ পেল। টেবিলে সাত নম্বরে আছে তারা। তাদের নিচে সানরাইজার্স হায়দরাবাদ তিন ম্যাচে জয় শূন্য।