শিশুকন্যা ধর্ষিতা, প্রত্যক্ষদর্শী স্ত্রী পুলিশে দিলেন পাষণ্ড স্বামীকে

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল।।  ফের যৌন লালসায় শিকার হল এক নাবালিকা৷ ষাটোর্ধ বৃদ্ধ গ্রেপ্তার ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে৷

ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায়৷ যৌন লালসা মেটাতে গিয়ে নিজের বৃদ্ধ বউয়ের হাতে নাতে ধরা পড়ে৷ অভিযুক্ত বৃদ্ধর নাম ব্রজেন্দ্র দেববর্মা৷ রাত আনুমানিক দশটা নাগাদ মামলা দায়ের হয়েছে৷

মামলা নম্বর ১৯/০৪/২০২১ মুঙ্গিয়াকামী থানা, মামলা হয়েছে  ৩৭৬(এ)(এফ) ধারা  মূলে মামলা নিয়ে৷ তদন্ত সাপেক্ষে আটক করেছে সেই ব্রজেন্দ্র দেববর্মকে৷ সংবাদে জানা যায় ৬ বছরের শিশু মেয়েটি বাড়ির মধ্যে ছিল৷ অভিযুক্ত বৃদ্ধ মেয়েটিকে জঙ্গলের ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷

অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মা স্ত্রী চাক্ষুষ দেখতে পায় সেই ঘটনা৷ পরে এলাকাবাসীরা জানাজানি হতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে মুঙ্গিয়াকামী থানার দ্বারস্থ হয়৷ পুলিশ অভিযোগমূলে ব্রজেন্দ্র দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসে৷

এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকসোনা চরণ জমাতিয়া৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?