বিশালগড়ে করোনার ভ্যাকসিন নিতে গিয়ে ক্ষুব্দ নাগরিকরা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২০ এপ্রিল।। ভ্যাকসিন নিতে গিয়ে ক্ষুব্দ নাগরিকরা। নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত করবি না আসার কারণেই ক্ষোভের সঞ্চার হয়।ঘটনা বিশালগড় মহকুমার চড়িলামে।চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন উত্তর চড়িলাম উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে গিয়ে ভ্যাক্সিনেশন অফিসারের উপর রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে নাগরিকরা। ঘটনা মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ।

মঙ্গলবার উত্তর চড়িলাম উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল আটটা থেকে লাইনে দাঁড়ান নারী-পুরুষ সকলে। বৈশাখের কাঠফাটা রোদ্দুরে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকেন ভ্যাকসিন নেওয়ার জন্য নাগরিকরা। উপস্বাস্থ্য কেন্দ্রের এম পি ডব্লিউও যথাসময়ে অফিসে আসেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চড়িলাম স্কুলের পি জি টি শিক্ষিকা তথা ভ্যাক্সিনেশন অফিসার মাধুরী বিশ্বাস দেরি করে আসেন উপস্বাস্থ্য কেন্দ্রে। যার ফলে যথাসময়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি।

এমনটাই অভিযোগ করেছেন মাল্টিপারপাস সহ উপস্থিত নাগরিকরা। তাদের অভিযোগ ভ্যাক্সিনেশন অফিসার যথাসময়ে না আসায় দুই থেকে তিন ঘণ্টা প্রচণ্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় নাগরিকদের। যার ফলে নাগরিকরা ক্ষেপে লাল হয়ে যান।এই বিষয়ে ভ্যাক্সিনেশন অফিসারকে জিজ্ঞেস করলে উনি বলেন বাড়ি থেকে আসতে আসলে দেরি হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য নাগরিকরা উত্তেজিত হয়ে উঠেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভ্যাকসিন দেওয়া শুরু হয়।

নাগরিকদের বক্তব্য হল জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন জেলার ১৬৩টি ভ্যাক্সিনেশন সেন্টারে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। অথচ কেন ভ্যাক্সিনেশন অফিসার দেরি করে আসেন সেই প্রশ্ন তুলেছেন অপেক্ষমান নাগরিকরা। গুরুত্বপূর্ণ কাজে জড়িত অফিসার ও কর্মীদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন অনেকেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?