স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১৯ এপ্রিল।। ত্রিপুরায় প্রবেশের পথে আসাম চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ডিম বোঝাই গাড়িতে তল্লাশি করে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ অবৈধ বিলাতি মদ৷ চালকের কথায় অসংলগ্ণতা থাকার কারণেই আটক করা হয়েছে৷
টি আর ০২-১৬৫৪ নম্বরের একটি মিনি ট্রাকে করে মেঘালয়ের পনেরো মাইল থেকে সাড়ে চারশো কার্টুন বিভিন্ন ব্রান্ডের অবৈধ বিলাতি মদ নিয়ে ত্রিপুরায় প্রবেশের উদ্দেশ্য আসছিল৷ তখন অসম চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে রুটিন তল্লাশিতে ধরা পড়ে ওই অবৈধ মদগুলো৷
বিভিন্ন ব্রান্ডের ওই অবৈধ মদের বাজারমূল্য প্রায় তেরো লক্ষ টাকা বলে জানান ইনচার্জ৷ সঙ্গে আটক করা হয় চালক লক্ষণ রুদ্রপাল ও সহচালক বুলেট দেববর্মাকে৷ দুজনের বাড়িই ঊনকোটি জেলার কৈলাসহরে৷
তারা জানিয়েছে মদগুলো কৈলাসহরে নিয়ে যাওয়ার কথা ছিলো৷ এদিকে, গাড়িটিতে মূলতঃ নববই কার্টুন ডিম বোঝাই ছিল৷ তাছাড়াও চারটি প্লাস্টিক টেবিল ও পঞ্চাশটি চেয়ার রয়েছে৷