স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। মিজু রিয়াং শরণার্থীদের দীর্ঘ কয়েক দশকের সমস্যা সমাধান হলো বর্তমান সরকারের আমলে।
কাঞ্চনপুর মহকুমা তাদের জমি দেওয়াকে কেন্দ্র করে পূর্বে গোটা মহাকুমায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। ১৯৯৭ সাল থেকে হয়েছিল শুধু রাজনীতি। অবশেষে সরকারের হস্তক্ষেপে পুনর্বাসন পায় রিয়াং শরণার্থীরা।
সোমবার থেকে তাদের পুনর্বাসন শুরু হয়। এদিন ৪২৬ টা পরিবারের আমবাসা মহকুমা হাদুকলাও পাড়ায় ৬০ পরিবার, বঙ্গোপাপাড়ায় ২০৬ টি পরিবার রওয়ানা দিয়েছে কাঞ্চনপুর থেকে।
অস্থায়ী শেডে থাকবে তারা। পরবর্তী সময় তাদের স্থায়ী সমাধান করা হবে বলে জানা যায়। সোমবার সকাল থেকে নিরাপত্তাকর্মী মোতায়েন করে ১৪ টি বাস দিয়ে তাদের পুনর্বাসনের জায়গায় আনা হয়।