স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ এপ্রিল।। বিশালগড় এর জাঙ্গালিয়ায় বাস থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন দু’জন। তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগরতলার সাবরুম জাতীয় সড়কের বিশালগড় থানা এলাকার জাঙ্গালিয়ায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে দুইজন পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে। দুর্ঘটনায় আহত হলেন মোহাম্মদ ফারুক এবং প্রদিপ দেবনাথ।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে বিশালগড়ের দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আহত দুই জনকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। চালকের অসাবধানতার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।