পুলিশ কনস্টেবল দুই ভাইয়ের দাদাগিরিতে অতিষ্ঠ এলাকার একাংশ মানুষ

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ এপ্রিল।। দুই ভাইয়ের যন্ত্রণায় প্রতিবেশী এক পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছে। জানা যায় তারা দুজনেই পুলিশ কনস্টেবল পদে কর্মরত। দীর্ঘদিন ধরেই উদয়পুর বাগমা ফাঁড়ি থানার অন্তর্গত নালিয়ামুড়াস্থিত তাদের বাড়ির জমি দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই ভাই পরেশ দাস এবং বিশ্বজিৎ দাস।

তারা কনস্টেবল হলেও এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী পরিবারটি। তারা জানিয়েছেন শনিবার রাতে হঠাৎ পরেশ দাস তাদের বাড়িতে হাজির হয়। ওই সময় পরিবারের সদস্যরা সবাই ভাত খাচ্ছিলেন। বসত ঘরে একা ছিলেন ওই বাড়ির মালিকের পুত্রবধূ। পরেশ দাস ঘরে ঢুকেই মহিলার উপর চড়াও হয়।

তার গলা চেপে ধরে মারধর করতে থাকে। ওই সময় মহিলার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। তারা পরেশকে আটক করেন । এই কথা শোনার পর তার ভাই বিশ্বজিৎ দাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা সংঘবদ্ধভাবে প্রতিবেশী পরিবারটির উপর হামলে পড়ে।

পুলিশকর্মী দুই ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে পুরুষ-মহিলা সকলকেই মারধর করে বলে অভিযোগ। অপরদিকে পরেশ দাস এর পরিবারের তরফ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন বাগমা ফাঁড়ির পুলিশ। রাধাকিশোর পুর থানায় মামলা এবং পাল্টা মামলা দায়ের করা হয়েছে।

হামলা-পাল্টা হামলা উভয় পরিবারের তিনজন সদস্য এখনো গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রতিবেশীদের অভিযোগ বাদল দাস ইচ্ছাকৃতভাবেই হাসপাতালে ভর্তি হয়েছে। যাতে করে মহিলা থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকে দুর্বল করা যায়।

দুই পুলিশকর্মী ভাই নাকি হুমকি দিচ্ছেে, থানায় অভিযোগ জানালেও তাদের কিছুই হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?