নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীর দোকান বন্ধ করল বাজার কমিটি

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ এপ্রিল।। বাজার কমিটির নির্দেশ অমান্য করায় মধুপুর বাজারের এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিলো বাজার কমিটি।বাজার কমিটির সিদ্ধান্ত অমান্য করায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল এক ব্যবসায়ীর দোকান। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে।

ঘটনার বিবরণে জানা যায়, বাজার কমিটির যেকোনো সিদ্ধান্ত গত দুই বছর যাবত অমান্য করে আসছে মধুপুর বাজারেৱ শুকনো মাছের ব্যবসায়ী ঝন্টু বিশ্বাস ।কখনো বাজার কমিটির সভাতে গড়হাজির আবার কখনো বাজার কমিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ইত্যাদি অভিযোগ এনে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় বাজার কমিটি।

জানা যায় গত তিন বছর পূর্বে মধুপুর বাজারেৱ শুকনো মাছের অপর এক ব্যবসায়ী বিল্লাল মিয়ার কাছ থেকে ৭৮ হাজার ৭০০ টাকার শুকনো মাছ ব্যবসার সুবাদে কাছ থেকে নেয় ঝন্টু বিশ্বাস। কথা ছিল এক বছরের মধ্যে বিল্লাল মিয়াৱ সম্পূর্ণ টাকা ফেরত দেবে ঝন্টু বিশ্বাস। কিন্তু দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই টাকা আর পরিশোধ করেনি ঝন্টু বিশ্বাস ।

পরবর্তী সময়ে বিল্লাল মিয়া মধুপুর বাজারের মৎস্য ব্যবসায়ী সম্পাদক মন্টু দাসেৱ দ্বারস্থ হয় এবং একটি সভা হয়। সভাতে সিদ্ধান্ত হয় প্রতি সপ্তাহে বিল্লাল মিয়াকে ৫০০ টাকা করে পরিশোধ করে দেবে ।কিন্তু তাতেও সায় দেয়নি ।

শেষ পর্যন্ত চৈত্র মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেবে বলে আশ্বাস দেয়। কিন্তু তার পরও টাকা দেয়নি। অবশেষে মৎস্য ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে পুনরায় সভা ডাকা হয়়। সেই সভাতে যেতে রাজি নয় অভিযুক্ত ঝন্টু বিশ্বাস ।

শেষ পর্যন্ত মৎস্য ব্যবসায়ী কমিটির সদস্যরা ক্ষুব্দ হয়ে রবিবার দুপুর বেলা অনির্দিষ্টকালের জন্য শুকনো মাছের ব্যবসায়ী ঝন্টু বিশ্বাসেৱ দোকান বন্ধ করে দেয়। এদিকে মৎস্য ব্যবসায়ী সম্পাদক মন্টু দাস জানান বাজার কমিটিকে অমান্য করায় তার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?