স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৯ এপ্রিল।। সিধাই এর রাম শংকর পাড়ার জঙ্গলে ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহতের নাম সুধীর মারিয়া।
তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় তিনি রাম শংকর পাড়ার জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিলেন। তখনই একটি ভাল্লুক তাকে তাড়া করে।
নিরুপায় হয়ে তিনি একটি গাছের উপরে ওঠেন। সেখানে গিয়েও আত্মরক্ষা করা কষ্টকর হয়ে ওঠে। বালকটি ও গাছে উঠে যায়। গাছে উঠে ভাল্লুকটি তাকে কামড়ানোর চেষ্টা করলে তিনি ভালুকের মুখে লাথি মারেন।
তখনই তাকে কামড় দেয়। ভালুকের কামড়ে সুধীর মারিয়ার পায়ের মাংস অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রামশঙ্কর পাড়া এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।