স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল।। একদিকে দপ্তরের নির্দেশ সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহণ করতে হবে। অপরদিকে বেঞ্চের স্বল্পতা। দুইয়ের যাঁতাকলে কোভিড- ১৯ এর নির্দেশিকা কার্যত কলাপাতা ।
সোমবার তেলিয়ামুড়া মহাকুমার তুইসিন্দ্রাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এক বেঞ্চে বসিয়ে একাধিক ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত স্কুল কর্তৃপক্ষগন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষকরা জানান বেঞ্চের সংকট রয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা গ্রহণের চেষ্টা চালিয়েছেন তারা।
কিন্তু প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ না থাকায়় পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখা সম্ভব হচ্ছে নাএখন দেখার বিষয় দপ্তর এ ব্যাপারে কি ভুমিকা নেয়।