স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।।রাজ্যপাল রমেশ বৈস আজ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। আজ বিকেলে রাজভবনে আয়োজিত এক বৈঠকে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি সম্পর্কে রাজ্যপাল খোঁজখবর নেন এবং সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রাজ্যপালের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার, জিবি ও আই জি এম হাসপাতালের তত্ত্বাবধায়কগণ।
রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। এদিকে, কোভিড-১৯ মোকাবিলায় রাজ্যপাল রমেশ বৈস রাজ্যবাসীর উদ্দেশ্যে এক সচেতনতামূলক বার্তা দিয়েছেন।
এই বার্তায় রাজ্যপাল জানান, ‘আমরা সবাই জানি যে কোভিড-১৯, দ্বিতীয় তীব্র সংক্রমণের ফলে দেশব্যাপী প্রতিদিন প্রচুর সংখ্যক সংক্রমণ ঘটছে যার ফলে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
এই প্রসঙ্গে, আমি আপনাদের সবাইকে এগিয়ে এসে কোভিড যথাযথ আচরণবিধি যেমন মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাতধোয়া এবং কোভিড টিকাকরণের মাধ্যমে এই মহামারি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হওয়ার জন্য আবেদন রাখছি।
আমি আশাবাদী যে একযোগে আমরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করতে এবং জিততে পারবো। আসুন আমরা সবাই মিলে ত্রিপুরাকে একটি কোভিড মুক্ত রাজ্য গড়ে তোলার চেষ্টা করি।’