স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্যে বর্তমানে কোভিড-১৯ ভ্যাকসিন রয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৭৩০ ডোজ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, রাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, ৬০ বছরের উর্ধে নাগরিক এবং ৪৫-৫৯ বছর পর্যন্ত বয়সের নাগরিক মিলে মোট ১২ লক্ষ ৭৯ হাজার ১৮৮ জনের প্রথম ডোজের টিকাকরণের লক্ষ্যমাত্রার মধ্যে ৭ লক্ষ ৮২ হাজার ৪০৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তেমনি হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, ৬০ বছরের উর্ধে এবং ৪৫-৫৯ বছর পর্যন্ত বয়সের নাগরিক মিলে মোট ৭ লক্ষ ৮২ হাজার ৪০৬ জনের দ্বিতীয় ডোজের টিকাকরণের লক্ষ্যমাত্রার মধ্যে ২ লক্ষ ৪৬ হাজার ৭৪৭ জনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। কোভিড-১৯ টিকাকরণের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রাজ্যবাসীর প্রতি কোভিড-১৯ প্রতিরোধে যেসব নিয়মাবলী রয়েছে সেইগুলি কঠোরভাবে পালন করার জন্য আবেদন জানান। সঠিকভাবে মাস্ক ব্যবহার করার কথাও তিনি উল্লেখ করেন।