স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনগণ যাতে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখেন তা সুনিশ্চিত করার জন্য ‘দ্য এপিডেমিক ডিজিজ কোভিড- ১৯ রেগুলেশনস, ২০২০’র আওতায় বিধি অমান্যকারীদের জরিমানা করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে। সে অনুযায়ী জেলা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন কোভিড বিধি অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জেলা পুলিশকে সঙ্গে নিয়ে জেলাশাসকদের পক্ষ থেকে শেষ দুটি শনিবার (১১-৪-২০২১ এবং ১৭-৪-২০২১) মাস্ক এনফোর্সমেন্ট ডে পালন করা হয়েছে এবং কোভিড-১৯ বিধি অমান্য করার জন্য জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক না পরার জন্য ২,৩২৬-র মতো ব্যক্তিকে ফাইন করা হয়েছে এবং ৪,৬৩,৯৬০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। জরিমানা আদায়ের জেলাভিত্তিক হিসাব দেওয়া হলো। ধলাই জেলা থেকে প্রায় ২৫৭ জনের কাছ থেকে ৫১,৫০০ টাকা, গোমতী জেলায় প্রায় ৩১৬ জনের কাছ থেকে ৬৩,৩০০ টাকা, দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় ১২০ জনের কাছ থেকে ২৪,০০০ টাকা, পশ্চিম ত্রিপুরা জেলায় প্রায় ১,০১১ জনের কাছ থেকে ২,০২,২৫০ টাকা, উত্তর ত্রিপুরা জেলায় প্রায় ২৪৩ জনের কাছ থেকে ৪৭,৯১০ টাকা, ঊনকোটি জেলায় প্রায় ৮১ জনের কাছ থেকে ১৬,২০০ টাকা, খোয়াই জেলায় প্রায় ১৪২ জনের কাছ থেকে ২৭,৫৫০ টাকা, সিপাহীজলা জেলা থেকে প্রায় ১৫৬ জনের কাছ থেকে ৩১,২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং কোভিড বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় অব্যাহত রাখতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের অফিস থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।